কখন জন্ম নেবে যীশু?
কখন জন্ম নেবে যীশু?
সমরেন্দ্র বিশ্বাস
#
সহস্র শতাব্দী পেরিয়ে
যাওয়া বেথলেহেম শহরের একটা ভাঙ্গা দোকানে আমি চা খাই, অপেক্ষায় থাকি সেই আশ্চর্য
আলোর – মা মেরীর কোলে কখন জন্ম নেবে যীশু!
চায়ের কাপের থেকে
দীর্ঘ সময় গড়িয়ে পড়ে মিউনিসিপ্যালিটির নর্দমায়। কখনো কখনো মানুষের শরীরে দরজা
জানালায় কাঠের নির্মাণ, তখন অঙ্গ প্রত্যঙ্গের অজস্র ফুটো থেকে ঘূণ পোকার মতো
বেরিয়ে আসে দেবদূতেরা, ঘোষণা করে – ‘প্রভূ আসছেন! এই তো সময়! পরিত্রাণের জন্যে
প্রস্তুত হও!’
নানা কোলাহলের মধ্যে
আমার শরীরকে আক্রমণ করে করাতে-কাটার যন্ত্রণাময় শব্দ। দেবদূত
ও ঘুনপোকারা সাম্রাজ্য বিস্তার করে খেতে-খামারে , নগরে, তোপখানায়, ধর্মশালায়।
যীশুর আবির্ভাব লগ্নে জ্বালানো হয়েছিল যে প্রদীপ, তাতে তেল বা সলতে নেই; তার বদলে
এজেন্টদের হাতে এলইডির প্রাজ্ঞ আলো।
বেথলেহেমের প্রাচীন
শহরে এখন চায়ের দোকানের আগুনটা নির্বাক ও স্থির। যুগের পর যুগ ধরে এখানে কুমারী যে
মেয়েটি চা বানায় তার নামও মেরী! আমার চোখের সামনে ফুটন্ত চায়ের সসপ্যান থেকে
কামনারা উড়ে যায় শূণ্যতায়। আমি দেখি, বেথলেহেমের এই পবিত্র শহরে ঘুরে বেড়ায়
দালালেরা, স্বর্গীয় দেবদূতদের চোখে ফুটে ওঠে বিশ্ব বাণিজ্যের তাঁবু;
যুদ্ধক্ষেত্রের সঠিক অবস্থান সম্পর্কিত যাবতীয় অভিজ্ঞতা!
পরিত্রাণ-শব্দটা
হালকা কুঁয়াশার মতো অস্বচ্ছ্ব, অথচ আকাক্ষিত। সহস্র
শতাব্দী পেরিয়ে যাওয়া এই পবিত্র দেশের এক চায়ের দোকানে পরিত্রাণহীন আমি আজও বসে
থাকি। হাজার বছর অপেক্ষা করি। অথচ এই বেথলেহেম শহরে এখনও পর্যন্ত মেরীর কোল আলো
করে জন্ম নেয় না সেই পরিত্রাতা শিশু!
Published-©biswas.samarendra@
Comments
Post a Comment