গ্যাব্রিয়েল


সমরেন্দ্র বিশ্বাস

#

গ্যাব্রিয়েল! গ্যাব্রিয়েল!

কে এই গ্যাব্রিয়েল?

সে কি খ্রীষ্টান, ইসলাম, না কি হিন্দু?

গ্যাব্রিয়েল? গ্যাব্রিয়েল?

সে কি কালো না সাদা, মোটা না পাতলা, বেঁটে না লম্বা?

সে কি খেটে খাওয়া মানুষ, না কি পায়ের উপর পা তুলে দেয়া বাটপার?

ডিউটিতে ফাঁকি, পাম্প-হাউজ, চোখে ওষুধ ঢেলে ঘুমিয়ে পড়েছিল গ্যাব্রিয়েল,

চৌরঙ্গী স্কোয়ারে পুলিশের লাঠি যে খেয়েছে সে গ্যাব্রিয়েল,

রুখাসুখা ফসলের ক্ষেত নিমগাছে ফাঁস দিতে যাকে ডাকে সেও গ্যাব্রিয়েল,

যে দেবদূত, যে নর্মদা বাঁধ ও মেধা পাটেকর, যে গ্লোবাল ওয়ার্মিং কিংবা হটকারী-

তারাই কি গ্যাব্রিয়েল?

গ্যাব্রিয়েল তুমি কে?

এই প্রশ্নের উত্তরে হা হা করে হেসে উঠছে সময়, উড়ে যাচ্ছে শুকনো পাতা

ঝিমধরা লাট্টুর মতো দূরে সরে যাচ্ছে মহাবিশ্ব, রাতের অন্ধকার থমকানো

কালের অন্ধকার গহ্বর চিড়ে উঠে আসছে লাশ ও শব্দ

গ্যাব্রিয়েল এই পৃথিবী, গ্যাব্রিয়েল সমস্ত রাস্তাঘাট, অণু-পরমাণু;

গ্যাব্রিয়েল অনেক দিন ধরে ছিলো, আছে, গ্যাব্রিয়েল চিরদিন বেঁচে থাকবে!”

#

মহাবিশ্বে আলোর ফুটকি আর সীমাহীন অন্ধকার।

সেই কবে থেকে হাজার বছর পেরিয়ে গেলো,

আমি এখনও এখানে ওখানে খুঁজছি, খুঁজেই চলেছি-

মানুষ, - আমি আজও গ্যাব্রিয়েলকে চিনি না!

  

[প্রকাশিতমননসেপ্টেম্বর-২০১৮]

© biswas.samarendra@hotmail.com


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!