ছিন্ন বিচ্ছিন্ন **
সমরেন্দ্র বিশ্বাস
ফেসবুক
ফেসবুক ভরে
গেলে মুখোস
রঙ্গীনে
এসো বসি
, পাঠ করি
, স্বচ্ছতা আবিল ।
উৎসব
অনেক দুঃখে
কবিতারা আত্মহত্যার কথা বলে
;
কবির হাতে
দড়ি, ঝুলতে
ঝুলতে কবিতারা মঞ্চে ওঠে
তখনই কবিতা-উৎসব !
যুবতী
থ্যাতলানো যুবতী
শরীর
হাইওয়ে পথের
কিনারে !
লাল হয়ে
বয়ে যায়
বৃষ্টি ছেঁচা
জল
তারই পাশ
দিয়ে আমাদের
নিত্য চলাচল
।
পথ
মানুষের খোলা
চপ্পল আমাকে
পিছু তাড়া
করে ,
মানুষের হেটে
যাওয়া ধূলো
আমাদের মখমল
জুতাকে ভেংচায় !
সন্ধ্যা
আমাদের চরাচর
ঢেকে থাকে
আকাশের খামে ,
খাম নিয়ে
সূর্য উড়ে
গেলে
পলাতক পৃথিবীর ছায়া সমুদ্রেতে নামে ।
মৃত্যু
প্রত্যেক মানুষের মৃত্যু
একক অন্ধকারে
এক নক্ষত্র মিছিল ।
SAMARENDRA BISWAS
** April- 2018
© biswas.samarendra@hotmail.com
Comments
Post a Comment