ছিন্নদিনের স্বীকারোক্তি

 

ছিন্নদিনের স্বীকারোক্তি

সমরেন্দ্র বিশ্বাস


ভালো লাগে না রোদের দিনে

কোকিল ডাকা,

ভালো লাগে না সুস্থতা আর

কলম তুলি – ভোরের রঙ

#

রক্তে বুকে হাজরা মোড় মাখামাখি

থম্‌কে পড়ে শহরটার ঐ কঁকিয়ে ওঠা শ্বাস,

নকশাল ও?

কম্‌তি আলো –

লাল পতাকা মাথার ধারে ঘুমায় যুবা

পাঁচিল পুলিশ;

#

পিকাসো  ভুল বুঝো না, এদিনগুলোয়

তুলির চেয়েও পিস্তলে যে ক্যানভাসের

ঐ রূপ খোলে ঢের

বুঝলে ভায়া,

অমানবিক ঐ ছবিটা নীলামে দাম লক্ষ টাকা।

#

থাক্‌ না আজ কলম তুলি,

সুস্থতা আর দৃশ্য আঁকা

থাক্‌ না আজ ছিন্ন দিনে

কানের ধারে কোকিল ডাকা। 

#

[ লেখা - ১৯৭৮]

#

[ সংযুক্ত কবিতা সংকলন

আমাদের নির্বাচিত / প্রতিশব্দ / 1983 ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!