স্থির দাঁড়িয়ে থাকার নাম মৃত্যু

 

# সমরেন্দ্র বিশ্বাস
#
ও পথে তোকে যেতেই হবে।
ইতিহাস কাউকেই পিছু ফিরতে দেয় না।
তোর ডাইনে আর বাঁয়ে বধ্যভূমি-
আর সামনে বিরাট একটা দেয়াল,
সশস্ত্র পাহারায় আগলানো।
#
এ অবস্থায় পেছনে ফেরা যায় না
আর একা দাঁড়িয়ে থাকার নাম মৃত্যু।
#
সবাই মিলে দেয়ালটাকে ছুঁতে পারলেই
দেখবি দেয়ালে ফাটল ধরেছে।
একটুও ভয় না পেয়ে গাঁইতি শাবল হাতে নিলে
দেখবি দেয়াল গুঁড়িয়ে গিয়ে
উঁকি মারছে আরেকটা আকাশ।
#
এ পথে তোকে যেতেই হবে
মানুষ যেমন যায়।
# # #
ফটো – লেখক / মোবাইল স্নাপ

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা