গৈরিক সভ্যতা
সমরেন্দ্র বিশ্বাস
#
পথচারী
থেমে যায় রুদ্রাক্ষ গৈরিকে।
গৈরিক
আকাশ ঘুষ দেয় চাল
– চার টাকা সের
গৈরিক
বাতাস কিনে নেয় মানুষের ধর্মাধর্মবোধ।
গেরুয়া
সবুজ মুখোমুখি প্রতিদিন
আমার শবের পাশে ফেলে রাখে আরো কিছু লাশ।
#
[ কাব্যগ্রন্থ - অনন্ত জলশব্দে আমি ]
Comments
Post a Comment