রাখী


সমরেন্দ্র বিশ্বাস

#

প্রিয়, রাখীকে রক্তাক্ত করে দিও একটু

উচ্ছ্বলতায় নয়

উচ্ছ্বাসেও নয়

বোধ রক্ত ভালোবাসায়

এবং যন্ত্রণাময় তোমার হাতের ব্লেডে!

#

অনেক অবাক হবে

তবু জেনো ক্ষোভে রী রী যন্ত্রণারা একটু বেসুরো

লাল নয়, রক্ত সেখানে নীল

গোলাপ সেখানে মেলে দেয় বারুদের রঙ

#

প্রিয়তম, এই যুদ্ধের দিনে

উচ্ছ্বলতায় নয়

উচ্ছ্বাসেও নয়

বোধ রক্ত ভালোবাসায়

প্রতিজ্ঞাময় স্থির হাতে রাখীকে দিও

যন্ত্রণাময় রক্তের রঙ

© biswas.samarendra@hotmail.com

 

[ এই দশকের বাংলা কবিতা]

রাখীপূর্ণিমা, ১৮ আগষ্ট- ১৯৭৮, বাঘাযতীন


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা