নিজস্ব চিতার চাতালে
নিজস্ব চিতার চাতালে
সমরেন্দ্র বিশ্বাস
#
লোকটা তৈরী করছে নিজস্ব শ্মশান,
নিজের হাতে বয়ে এনেছে সমস্ত কাঠ।
এক সময় নিজেই চিৎ হয়ে শুয়ে পড়েছে এখানে
বুকের উপর দাউ দাউ জ্বলে উঠেছে আগুন।
আগুন নিভে গেলে শেষকৃত্যের পরে
অঙ্গার তপ্ত কালো চাতালে লোকটা অনায়াসে হাঁটছে,
সে প্রত্যেকদিন হাঁটছে -
নিজস্ব চিতার চাতালে এমনি ভাবেই প্রত্যেকদিন সে হাঁটছে!
[ Rev-R2 = “সে
প্রত্যেকদিন হাঁটছে” – this last but one line is added on 17.8.20 after the
publication of poem in ‘সুইনহো স্ট্রিট প্রতিমাসে’
/ Aug-20 ]

Comments
Post a Comment