সিংভূমের ভোর

ধাবমান কুঠারেরা বেগে তেড়ে আসে

#
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে
মাদলের বোলে বোলে মহুয়ার গন্ধ ভেঙে
ভেসে আসে ডাক-
‘হো-হো-, কারা জাগো; হৈ হো হুঁশিয়ার।’
#
বর্ষার ফলার মতো সকালের রোদ
ছুঁড়ে দেয় যত প্রতিরোধ!
কিছু আলো কিছু অন্ধকার
বন ঝাঁঝরির ফাঁক বেয়ে
জ্যামিতির ছবি আঁকে ঘাসের ওপর।
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[গ্রন্থ – সময়ের পদাবলী / পর্ব – স্রোতে স্রোতে ভাসমান ভেলা /1989]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!