পাখিদের রক্ত ঝরে

পাখিদের রক্ত ঝরে



লৌকিক শরীর থেকে পাখিদের রক্ত ঝরে ।

শরীরের থেকে ডানা ছাঁটি, ছুঁড়ে ফেলি ।

স্থানু বসে থাকি মাঠের আবালে -

সামনে অনন্ত ধূসর !

তুমি চলে গেলে

মায়াময় ঘাসের থালায় রক্তমাখা স্মৃতি কথা

আজো একা  চেটে পুটে খাই ।

# # #

সমরেন্দ্র বিশ্বাস

Published in কৃত্তিবাস মাসিক / June-2018


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!