পতাকা-শিশু

 পতাকা-শিশু

সমরেন্দ্র বিশ্বাস

 #

স্বাধীনতা দিবসে যাদের সমারোহ নেই,

তুই তাদেরই একজন শিশু

লেভেল ক্রসিংএ দাঁড়িয়ে ঝান্ডা বেচছিস;

তোর কোন প্রভাতফেরী নেই, তোর কোন চকলেট নেই।

বাঃ রে ! শরীরটাকে তুই বেশ কাঠির মতো খাড়া রেখেছিস,

ছেঁড়া জামা জড়ানো শরীরের ডগায় দোলায়মান তোর মাথাটা যেন পতাকা!

পতাকাটা হাওয়ায় হাওয়ায় নড়ছে, দাঁত বের করা মুখে চিল্লানির আওয়াজ,

তোর কপালে অশোকের কালো চক্র অবিরাম পাক খাচ্ছে সঙ্গে সঙ্গে তুইও ঘুরছিস;

ও পতাকা-শিশু, মনে পড়ে, তুই কবে প্রথম স্বাধীনতার আকাশ দেখেছিলি?

জটা ভরা তোর চুলে হাজার বছরের অন্ধকার,

খড়ি ওঠা মুখে বহু বছরের প্রশ্নহীনতা,

ছিঁড়ে যাওয়া জামার কোটোরে বন্ধ কারখানার অভিশাপ,

রোগা রোগা দু হাতের হাড়ে তোর চালা-ঘরের খুঁটি,

বুকের নীচে লুকোনো তোর দিদির আত্মহত্যার দীর্ঘশ্বাস,

তোর বাবা একজন বাতিল শ্রমিক,

স্বাধীনতার শিশু, তুই আজ সকালে কেনই বা পতপত হাওয়ায় উড়ছিস?

সাবাস ব্যাটা, তোর গলায় জোড় আছে।

তুই চিল্লিয়ে বলছিস,

পতাকা কিনুন,    নিয়ে যান একটা পতাকা,

এক টাকা, মাত্র একটা টাকায় স্বাধীনতা   ... ” ;

কিন্তু তোর পতাকার পতপত কেউ কি দেখছে?

তোকে কোনও পাত্তা না দিয়েই ভয়ঙ্কর লেভেল ক্রসিংএ ব্যস্ত ছুটে যাচ্ছে

আজকের উৎসবময় ভারতবর্ষ !

======== =======

 

[ অনন্ত জলশব্দে আমি ]

© biswas.samarendra@

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা