রিক্সাচালকের মৃত্যু ও তিনটে টায়ার

 এই মাত্র তুমি নাকি স্তব্ধ মহারাজ

রাজপথে যাও?
সামনে পেছনে ‘হরিবোল’
ছেলেরা ফাটায় গলা যেন
ভাঙচুর দাবির মিছিল!
রিক্সার বাহন ছেড়ে তুমি মহারাজ
মাচানেতে শুয়ে শুয়ে যাও,
সাথে যায় সন্তান তোমার-
কাঁধে তার তিনটে টায়ার!
ধূপ ধোঁয়া ভেসে ভেসে যায়
শালিকে কুত্তায়
পথে পথে খুঁটে খায় খই।
তোমার রিক্সার পথ ছিল
মানুষের অপমানে অত্যন্ত উদাসী,
বন্ধুবৎ সে পথ আজকে
সামনে এগিয়ে দেয় শ্মশানের মুখ।
ঝুপড়ির ফাটা টালি বেয়ে
দিনমানে শাঁখা-ভাঙা অন্ধকার নামে।
#
মৃত্যু নয়, শোক নয়, শ্মশান ছাড়িয়ে
টায়ার পোড়ানো গন্ধ কটু তেড়ে আসে
মিউনিসিপ্যালিটির দিকে।
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]


Photo - Self Click.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!