শিকড়-বাকড়ে টান্ লাগিছে
#
উলু দে লো লেদুর মা
বঙ্কার বউ শঙ্খ ফুঁয়া
শিকড়-বাকড়ে টান্ লাগিছে।
শোনোস না ওই
ঘুমের গভীর থিকা রে
মিড় মিড় গান উইঠ্যা আয়।
সীতা কি পাতাল যায়? না না,
ভালো কইর্যা দ্যাখ লো চাইয়া
মাটির শরীর চিইড়্যা উইঠ্যা আসে
পাতালের সীতা!
মাইন্ষের হাতে
অশ্বমেধের ঘোড়া ফান্দে পইড়্যা ছট্ফটায়।
উলু দে লো লেদুর মা
বঙ্কার বউ শঙ্খ ফুঁয়া
শিকড়-বাকড়ে টান্ লাগিছে।
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - তবু স্পন্দমান পথ]
পড়ে মন ভরে গেলো । ভিন্নধর্মী লেখনিতে। ধন্যবাদ যথেষ্ট মনে
ReplyDeleteকারিনা। আর ও পড়তে চাই । শুভেচ্ছা রইলো । ভালো থেকো।