ঐদিকে


সমরেন্দ্র বিশ্বাস

#

সমস্ত কথা হেঁটে যেতে দাও ঐদিকে

সমস্ত গান

সমস্ত কবিতা।

ভালো কি মন্দ এ বিচারের আবর্ত

প্রয়োজনহীন-

বিশেষতঃ সমস্ত কথা

সমস্ত গান

সমস্ত কবিতা

যদি হয়

ভাঙা মানুষেরভাঙা স্বপ্নের মেরামতি।

হৃদয়ের কোন অন্ধকার থেকে উঠে আসে শিল্প,

সময়ের কোন বর্ণে রেঙে ওঠে ভাবনা -

বিশেষতঃ সময় যখন মুক্তিকামী?

#

সমস্ত ধূলিকণা ছুটে যাচ্ছে ঐদিকে

সমস্ত শুকনো পাতা,

ছুটে যাচ্ছে আত্মমগ্ন নিজস্বতা

এবং তাবৎ হৃদয়;

জনগনই যখন গায়ক

কোন সুরটা মোটা, কোনটা মিহি

এসব প্রশ্ন অবান্তর।

#

সমস্ত কথা হেঁটে যেতে দাও ঐদিকে

সমস্ত গান

সমস্ত কবিতা।

#

# # # [ মে ১৯৮৯ ]

[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]

ছবি ঋণ পান্নালাল মল্লিক



Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!