প্রেম
প্রেম
#
সমরেন্দ্র
বিশ্বাস
#
পৃথিবীর
যত টিয়া চলে গেলে গৃহস্থালি কাজে
অনন্ত
দুপুরে আমি হিসেবের খাতা নিয়ে বসি।
সেই
মুখ খুঁজে নিতে আমি চলে যেতে পারি
দারু
বনানীর ধারে
যেখানে
সমস্ত সভ্যতা নিঃসাড়ে ঘুমায়,
তার
সঙ্গে দুদন্ড কাটাতে আমি ভেসে যেতে পারি
তোলপাড়
জলস্রোতে
একা
একা স্মৃতির ভেলায়।
#
স্বর্গ
মর্ত্য চরাচর ছিন্নভিন্ন করে এসে দেখি
বাসন্তী
মেঘের কোলে তানপুরা হাতে তুমি
আনমনে
গান গাও, ঠিক
যেন আমার কবিতা!
এত
কাছাকাছি আছি, তবুও
জানি না
তোমার
গোপন কথা।
#
তুমি
কি জেনেছ কতখানি আগুনেরা ধিকিধিকি
আমাকে
পোড়ালে
আমি
নষ্ট হতে পারি?
# # #
[ পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা ]
© biswas.samarendra@
Comments
Post a Comment