শকুন

     

 

সমরেন্দ্র বিশ্বাস

#

খর রৌদ্র চারদিকে

ডানার বিস্তারে

ভ্রাম্যমান শকুনেরা

ছায়াটোপে এঁকে রাখে

ভারতের ম্যাপ ।

 

 

কেউ নেই ঘরে ।

গ্রাম শুদ্ধু গেছে সব

শকুন শিকারে ।

 

 

ফাঁকা উঠানের ধারে

শুধু এক শিশু

ঝাঁঝরিতে জল ঢালে

ঝলসানো গোলাপের ঝাড়ে ।

#

[ কাব্যগ্রন্থ -  তবু স্পন্দমান পথ ]

© biswas.samarendra@hotmail


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!