পোষ্টম্যান

 

পোষ্টম্যান

সমরেন্দ্র বিশ্বাস

#

 ডাকবাক্স শূণ্য করে যে ছেলেটি দিয়ে গেল চিঠি

তার পোষাকের খাকি খামে জমে আছে

কত কিছু না-লেখা হরফ

তাকে পড়বার মতো ততখানি পত্রপ্রাপকেরা পৃথিবীতে নেই।

# # #

[ কাব্যগ্রন্থ পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা