বিচ্ছেদ

 

বিচ্ছেদ

সমরেন্দ্র বিশ্বাস

 

কচি রোদ্দুরের বুকে ফলিডল ছড়িয়ে তুমি হেঁটে গেলে ।অপেক্ষার সবুজ ঘাসে আমি বসে রইলাম । আমাকে গ্রাস করলো সায়ানাইড-রোদ্দুর, আমার বেবশ শরীরে বাজতে থাকলো স্মৃতিময়  তোমার মূর্ছনা

মহাজাগতিক হাওয়ায় ভেসে গেছে আমাদের প্রেমপত্র, বিধ্বস্ত নভঃযানের মতো আজ সে  অদৃশ্য নক্ষত্রের মৃত আলো !  ও হলুদ বসন্তের মেয়ে, তোলপাড় সমুদ্র মন্থনের শেষে আমায় কেন তুলে দিলে হলাহল ? তীব্র বিষ !

 

[ অনন্ত জলশব্দে আমি ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!