এখন বাল্মীকি
এখন
বাল্মীকি
সমরেন্দ্র
বিশ্বাস
# # #
‘মা
নিষাদ’ শ্লোকে জন্ম -
মহাকাব্যের
শরীর বিদ্ধ হয় নিষাদের তীরে!
#
বাল্মীকি
এখন উঠে আসে সোফা ছেড়ে,
ছিঁড়ে
ফেলে ভূর্জপত্র,
আযোধ্যার
পান্ডুলিপি ভেসে যায় সরজুর জলে -
ক্রৌঞ্চমিথুনের
আর্তনাদ শোকহীন পরিনামহীন ওড়ে!
সবার
অজান্তে মহাকাব্যিক কবি আজ দীর্ঘ ছদ্মবেশী ,
হন্তারক
ব্যাধ!
# # #
[ Published - Madhya Balay ]
Comments
Post a Comment