গোরস্থান

 

গোরস্থান

সমরেন্দ্র বিশ্বাস

# #

বার বার ঘুম ভেঙ্গে যায়

যে লোকেরা কবরের মাটিতে ঘুমায়

তারা সব আমাদের মতো কেউ কেউ ।

নিস্তব্ধ নিশুতি রাতে মৃত মানুষেরা জেগে ওঠে ,

হ্যারিকেন লন্ঠন নিয়ে মানুষের মিছিলে

আরো কতো শব সারি বেঁধে আসে ;

কত দিন সকলের ঘুম নেই ।

এইসব মৃত মানুষেরা প্রতিরোধ খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছিল ,

এইসব মৃত মানুষেরা পরিমিত অক্সিজেন খুঁজে খুঁজে ব্যর্থ হয়েছিল ;

তাই তারা এইখানে এসেছিল সারি বেঁধে শুতে

এত কিছু দেখে দেখে

অ্যাসেম্বলির নির্লজ্জ ঘন্টা

পোস্টাফিসের উদাসী ঘড়ি আজও গাড়লের মতো ঝোলে ।

মানুষের শিরায় শিরায় তিখা স্রোত ।

##

[ কাব্যগ্রন্থ অনন্ত জলশব্দে আমি  ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!