ট্রাফিক সিগন্যালে ফিরে যায় আফ্রোদিতি হাওয়া

 ট্রাফিক সিগন্যালে ফিরে যায় আফ্রোদিতি হাওয়া

সমরেন্দ্র বিশ্বাস
বর্ম আর শিরস্ত্রাণে কেন ঢাকো আজন্ম শরীর?
তুমি কাছে এলে মোহনায় জল ঝরে
বসন্তের প্রেম-গন্ধ বয়ে নিয়ে আসে আফ্রোদিতি হাওয়া !
আজ ফিরে যাবে দেশে, দূরে? মেল ট্রেনে ?
যদি ফিরে যাবে, কেন এলে ?
পাহাড়িয়া গন্ধ বয়ে আনে তোমার সংকেত
পাথরের ভাষা বুঝে নেই নীরবেই
তোমার শরীরে পড়ি প্রত্ন শিলালিপি
নিমেষেই ঝর্ণা ঝরে তোমার দুচোখে
একটা পাহাড় আজও আমাদের মাঝে,
সুদূর তবুও, তোমার চোখের সংকেত
গ্রীসদেশ থেকে আফিমের গন্ধ বয়ে আনে !
আমার দুয়ারে আসো ইহ-জন্ম নিয়ে,
উস্‌কা চুলের মায়ায় বসন্তের হাওয়া !
ইশারায় ডাকো- চোখ তুলি , জন্মভর ভয়
পায়ের নিষেধ রেখেছি পাপোষে !
জন্মান্তর মানি না, তবু মনে হয় পরজন্ম পেলে ভাল হতো !
আমাদের প্রেমকথা কিছুটা গোপন, তাই নতমুখে ফিরে যাও!
মাঝে এক নিষেধের নদী, মহাকাল পুলের-উড়াল
দেয়াল, খাম্বা আর সভ্যতার লোহা !
জানি এ জন্মে পাই নি তোমাকে !
বলো, সত্যি বলো ,
আমারই জন্যে তুমি পরজন্ম নেবে?
তোমাকেই চাওয়া !
ট্রাফিক সিগন্যালে আটকে আছি কতকাল।
তোমার দীর্ঘশ্বাস বাতাসের ফাঁদে;
মাঝপথে সাইরেন দিনরাত, বৈধতার চলাচল, দুরন্ত ট্রাফিক,
দামামা বাজিয়ে ছুটে যায় নিষেধের ভ্যান !
তোমার জন্যে রাস্তা পেরোবো – সে আর হলো না ।
কাল্পনিক মেসোপোটেমিয়ায়
নগ্ন নারীর দেহে পাললিক-শিল্প এঁকে দিলে
তোমার মৌসুমী ফুল অতৃপ্ত ঝাউএর নীচে
উদাসীন দোলে ।
ধীর লয়ে দীর্ঘশ্বাসে তুমি বলে ওঠো
ধির ধির– নিরব নিরব !
আদিগন্ত উপত্যকা আচম্বিতে কেঁপে কেঁপে ওঠে !
ইনকা সভ্যতা পেরিয়ে দীর্ঘশ্বাস ভেসে এলে
আজো তুমি সঙ্গোপনে বলে ওঠো – আকাশ, আকাশ !
দুর্গের ছায়া ফেলা পরিখার জল আমাকেই ডাকে ।
দিনভর ডাকে, রাতে ডাকে, আত্মনিবেদনে ডাকে,
পরিখায় নেমে স্নান সেরে নিলে এ শরীর জুড়াবে ?
চারপাশে হাজার সিপাহী চোখ - আমাকেই মাপে,
অনুশাসনেরা বল্লমের মতো বিদ্ধ করে লাজ-লজ্জা
ছিঁড়ে নেয় বসন্তের গান !
দীর্ঘশ্বাস ! জানি এ-জন্মে পাই নি তোমাকে !
© biswas.samarendra@gmail.com
Published Poem.

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা