আফিম পাহাড়
আফিম পাহাড়
সমরেন্দ্র
বিশ্বাস
#
এইখানে যতসব আলৌকিক ঘড়ি থেমে যায়,
এইখানে পৃথিবীর কত শত স্নেহলতা রায়
পাহাড়ের খাঁজে খাঁজে শুয়ে থাকে –
মুখে মরা রোদ;
কফিন পাথর ঘিরে কাঁদে মমি, কাঁপে মৃত বোধ ।
#
এইখানে মরদ জেনানা সারি সারি পাড়ে পাত,
জঙ্গলের ভয় গায়ে মেখে উঠে আসে মধ্যরাত
জাড় নয়, মাংগে
তারা রুটি; গায় অসম্ভব গান -
ভাত গম আফিমেতে ভালো থাক সবার সন্তান ।
# #
[ কাব্যগ্রন্থ- অনন্ত জলশব্দে
আমি (2016)]
Comments
Post a Comment