এই স্রোত , কিছু ঢেউ
এই
স্রোত, কিছু ঢেউ
#
সমরেন্দ্র বিশ্বাস
(১)
সেই
পরিচিত স্রোত, - কিছু
কিছু ঢেউ
স্রোতে
ভেসে কেউ এলো - চলে গেলো কেউ
মুখগুলো
যারই হোক - সব এক নাম
হাতে
হাল বসে আছি, - নদীরে প্রণাম
#
(২)
খর
রোদে রাস্তা পোড়ে, -পোড়ে ঘর বাড়ি
সঙ্গ
বিনা দগ্ধ হয় -প্রিয়তম
নারী
বরষা
নামলে শেষে - যদি না ভেজে সে,
তারে
নিয়ে যাবো ভেসে -দূর পরবাসে
#
(৩)
দেখেছো
কি পাখীদের - আকাশের ওড়া
বোঝোনি
কি এ জন্মের -ডানা আছে ছেঁড়া?
আকাশ
পেরোতে হবে -পাখনা সারাই,
জীবনটা
বৃথা যাবে -উড়ান ছাড়াই
##
# [ লেখক
সমাবেশ / ফেব্রুয়ারী - 2007 ]
# অনন্ত জলশব্দে আমি (2016)
Comments
Post a Comment