দুঃখিনী মায়ের ঘ্রাণ

 


দুঃখিনী মায়ের ঘ্রাণ

#

সমরেন্দ্র বিশ্বাস

#

দুঃখিনী মায়ের ঘ্রাণ যেন মিশে আছে

হেমন্তের পাতায় পাতায়।

কাঠের ধোঁয়ার গন্ধ ধীরে আসে ভেসে -

স্মৃতি যেন শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী জল।

মায়ের শরীর আজ নিভে যাওয়া ধোঁয়া

ভাঙ্গা ঘর, মুলিবাঁশ বেড়া, দুয়ারে পুকুর -

পানা শ্যওলার চাপা গন্ধ শুধু স্মৃতি নিয়ে আসে,

মাটির দাওয়ায় কাঠের উনোনে রুটি সেঁকে আজও

হেমন্তের শীর্ণ দুটো হাত।

সংসারের ঘ্রাণ নিভে যাওয়া ধোঁয়া

যেন গ্রীল ভেঙ্গে উঠে আসে শোবার বাসরে,

দুঃখিনী ধোঁয়ার ঘ্রাণ

আজও উড়ে মিশে যায় আকাশের তারায় তারায়!

#

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!