হাসপাতালে
হাসপাতালে
সমরেন্দ্র বিশ্বাস
#
নরম নার্সেরা পরোয়ানার মতো
টান টান কাপড়ে ঢেকে দিয়ে গেছে সব ইচ্ছে,
ভাঙা ট্যাপে অঝোরে ঝরে যাওয়া জলের শব্দ!
বুদ্ধু ভালোমানুষগুলো উদ্বেগের পোষাক পরে
আর কতক্ষণ আগলে রাখবে লোকটার কফিন?
হাতের উল্টোপিঠে দু’চোখ মুছে
আবর্তিত হল পৃথিবী, ঘরমুখো মানুষ।
#
[ কাব্যগ্রন্থ – পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা ]
Comments
Post a Comment