দীর্ঘশ্বাসের কবিতা – ১
দীর্ঘশ্বাসের
কবিতা – ১
সমরেন্দ্র
বিশ্বাস
@
একেকটা
দিন
#
একেকটা
দিন তোমার চোখের মতো উদ্বিগ্ন
একেকটা
দিন তোমার চুলের মতো এলোমেলো
একেকটা
দিন তোমার ত্বকের মতো অমসৃণ
#
একেকটা
দিন তোমাকে স্পর্শের মতোই বিদ্যুতময়!
@
অভিসার
#
শীত
রাত্রি গাঢ় হলে
পৃথিবীটা
পরে নেয় কুয়াশার সাদা সোয়েটার।
অন্ধকার
বারান্দায় দাঁড়িয়েছি আমি
চাঁদটুকু
নিভে যাবে বলে-
তুমি
কথা দিয়েছিলে
– আসবে।
@
দীর্ঘশ্বাস
#
তোমার
দীর্ঘশ্বাস
আমার
শরীর ছুঁয়ে গেলে
নিমেষেই
জ্যোৎস্না হয়ে যাই-
বাতাস শুনশান।
বড়
বেশী হাহাকার অনন্তের প্রতীক্ষায়!
@
দৃশ্যটা
#
যা
ভেবেছিলাম বাস্তব
তা
ছিল কিছু জোড়ালাগা স্বপ্নের টুকরো-
তাই
একটুও শব্দ না করে
দৃশ্যটা
মিলিয়ে গেল।
শুধু
জেগে রইলো দীর্ঘশ্বাস
@
উপলব্ধি
#
আজ
সকালে তুমি মনে করিয়ে দিলে কথাগুলো
যেন
সমুদ্র থেকে উঠে এল ভারী হাওয়া।
দেখলাম
আমার চারধারের শূন্যতারা
একে
একে সরে যাচ্ছে।
[ পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা
(2005) ]
Comments
Post a Comment