আন্দোলিত যাদবপুর

 

আন্দোলিত যাদবপুর

সমরেন্দ্র বিশ্বাস      

 #                       

আজ কেউ একা নয়, সঙ্গে আছে সমুদ্রের ঢেউ

#

ক্লাস রুম ছুটে গেছে;

প্রতিবাদে প্রতিবাদে

নড়ে গেছে কলেজ প্রান্তর ।

#

অমোঘ নিয়মে

নতুন প্রজন্ম শেখে উদ্বেলিত হাত;

পুরোনো দিনের ছায়া, কেঁপে যায় বুক ।

#

হাতে হাত, সুরে সুর

পোস্টারে পোস্টার,

মেঘময় উত্তপ্ত আকাশ ।

#

রাজপথে বৃষ্টি ঝরে

রাজপথ ভেসে যায় ক্ষোভে,

শ্লোগানে শ্লোগানে ধাক্কা খেয়ে

লাঠি বেঁকে হয়ে যায় বেহালার ছড় !

========================

[ সেপ্টেম্বর ২০১৪ ]

 

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!