ব্যাধি
ব্যাধি
#
অসুখ?
কি
অসুখ জানি না।
প্রেস্ক্রিপশন ভরা ওষুধ চাই না আর।
শুধু
একটা খোলামেলা আকাশ যদি এনে দিতে পার
দেখো, তুমি যেমনটি চাও, আমি ঠিক ঠিক
ভালো
হয়ে যাব।
তাছাড়া
বলো না,
বন্দিশালায়
অসুখবিহীন একা একা ভালো থাকা
কতটা
মানায়?
# # #
সমরেন্দ্র
বিশ্বাস
[ কাব্যগ্রন্থ
– পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও
অন্যান্য কবিতা ]
Comments
Post a Comment