এখন বনাঞ্চলে

 

এখন বনাঞ্চলে

সমরেন্দ্র বিশ্বাস

 

ছুটন্ত বুলেটকে পাথর কিংবা ভাগ্যলিপি ভেবে

যেসব আদিবাসী মানুষেরা

জঙ্গল কিংবা টিলার আড়ালে মুখ লুকায়

তারা এই বনাঞ্চলেই থাকে।

 

পোষাকে বল্কল, মহুয়ার নেশায়

এইসব মানুষেরা

দুহাতে অঞ্জলি পেতে চেয়েছিলো শান্তি

অরণ্যের নির্জনতা, ঘোটুল সংগীত

গাছের ছায়ায় উড়ন্ত পাখির জীবন

প্রাচীন শস্যের ঘ্রাণ।

 

অথচ ঘাতক সন্ত্রাসে

বনাঞ্চল আজও অন্নহীন, শান্তিহীন -

ময়দানে ইতিউতি পড়ে আছে দ্যাখো

ছিন্ন শির শিমুলের ফুল !

 

 

মৈত্রীদূতশারদীয়া - ২০১৮

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!