শহরের স্মৃতিস্তম্ভ
শহরের
স্মৃতিস্তম্ভ
সমরেন্দ্র
বিশ্বাস
#
এই
স্মৃতিস্তম্ভে আটকে থাকা
অদৃশ্য
রক্তের ছাপ ও অক্ষরগুলো চৈতী মেঘের,
যা
একদিন আগুন বেয়ে নেমে এসেছিল মাটিতে।
চার
পাশে এখন শুনশান ঘাস,
আর
কিছু পৌর প্রধান ফুল।
বাকী
সবটাই আজ গল্প কথা!
#
পৌরসভার
এই মাননীয় স্মৃতিস্তম্ভটিকে ঘিরে
পরিপাটি
মার্বেল পাথর,
ফিউজ ল্যাম্পপোষ্ট,
সুসজ্জিত
কান্না
– যা এখন দৃশ্যমান
সমস্ত
কিছুই বিধিবদ্ধ ভাবে কেনা হয়েছিল
অন্ধকার
মুদ্রায়,
রাত্রির টেন্ডারে!
Published in ‘Swinhoon Street’
– Sharadiya -2020
Comments
Post a Comment