স্ক্রিন
অনুগল্প #
#
সমরেন্দ্র বিশ্বাস
#
এই দিনগুলোয় মোবাইলের
স্ক্রীনে ধরে রাখা আছে আমার যাবতীয় মুখপাত ,
আমার কাজের যাবতীয় সংলাপ , আমার বলার সবটুকু কথা, আমার দেখার সবটুকু চোখ ।
অথচ আগে এমন ছিল
না ।আমার সমস্ত কাজ ছড়িয়ে থাকতো মাঠে, প্রান্তরে, জনপদে। আমার সব কথা ভেসে থাকতো বাতাসে বাতাসে ,
আমার ফুলগুলো ভালোবাসা হয়ে ফুটে উঠতো সবুজ গাছে।
স্ক্রীনে বন্দী
রাখা এ কেমন মোবাইল আর কমপিউটরের সভ্যতা? এ কোথায় আজ আমরা সবাই আটকে আছি !
ঘরে ফিরে আজ আমি
একলা কমপিউটরের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলাম
- আমায় ফিরিয়ে দাও আমার নিজের মুখ ,
আমার দেখার চোখ । ওহে নীলাভ আলোর বৈদ্যুতিক স্ক্রীন ! ফিরিয়ে দাও
আলো হাওয়া গাছ ফুল পাখি, জীবনের মধ্যে
মিশে থাকবার যাবতীয় আনন্দ ; ফিরিয়ে নাও তোমার মাদার – বোর্ড ; ফিরিয়ে নাও স্ক্রীনে ধরে
রাখা তোমাদের যাবতীয় মুখ –ছবি।
আমার চেঁচামেচি শুনে কমপিউটরটা
নড়ে চড়ে উঠলো, ওর স্ক্রীনের মধ্য দিয়ে বেরিয়ে আসা
দুটো হাত আমার দিকে হাত জোড় করে ফ্যাসফ্যাসে গলায় বলতে লাগলো– আমারও বড় ক্লান্তি
লাগে, দেখো না আমার সিগন্যাল রাতদিন কেমন বাজেয়াপ্ত হয়ে গেছে। জবরদস্তি
সারা দিন আমিও কেমন শশ্রুষাবিহীন জ্বরে আক্রান্ত হয়ে আছি!
Comments
Post a Comment