যাবে, তোতন?
যাবে, তোতন?
সমরেন্দ্র
বিশ্বাস
একটা দিন, অন্ততঃ একটা দিন! আমার কথায় রাজী হবে?
সঙ্গে
যাবে? তুমি আমার সঙ্গে যাবে? অন্ততঃ একটা দিন!
খুঁজতে
খুঁজতে কোথায় যাই?
সাধ
হয়েছে তোমায় নিয়ে ছোট্টবেলা খুঁজতে চাই!
#
এই
আমার যা কিছু ছিল ভরিয়ে দেবো তোমার হাত
সকাল
বেলার সূয্যিপ্রণাম
হাঁটার
পথে বেড়া-ভাঙ্গা স্কুল, কঞ্চি হাতে রমেশ মাষ্টার
দুপুর
একতারা বোষ্টুমী
মায়ের
হাতে ভাতের থালা,
কাঁঠালপিড়ি
সজনেগাছের
শুয়াপোকা,
ফড়িং ওড়া, বেড়ার ধারে ছাগল-ডাক
বিকেলবেলা
ফুটবলের মাঠ,
জামা প্যান্টে চোরের-কাঁটা
নেবে
তুমি?
#
এই
আমার যা কিছু ছিল তুলে দেবো তোমার হাতে
বরফ
কাঠির আইসক্রিম,
ফেরিয়ালার সুরেলা ডাক
রেশনদোকান, চালের
লাইন
বাঁদরনাচ
ডুগডুগির খেল,
কাঠের বাক্সে বায়োস্কোপের গান
হাডুডু
খেলা, ডান্ডা-গুলি, নাকি দারিয়াবান্ধা?
বিকেলবেলা
পাগল-পিসির আকুল-ডাক, সূর্যডোবা ঝিলের
ধার
কেরোসিন
ল্যাম্প,
তুমি কি নেবে?
#
তোমার
থেকে ফিরিয়ে নিলাম ভিডিইয়ো গেম
তোমার
থেকে ছিনিয়ে নিলাম অন-লাইন ক্লাস
তোমার
থেকে খুলে নিলাম টিভির চোখ
তোমার
থেকে ফেরত নিলাম টিফিন বাক্সে পেস্ট্রি-কেক
তোমায়
দিলাম পকেটভর্তি টসটসে কুল,
ডাসা পেয়ারা, ঝালের নুন
তোমায়
দিলাম ছেলেবেলা আমার,
হারানো দিন
পীচরাস্তার
ভ্যাঁপু নয়,
তার বদলে তোমায় দিলাম হারিয়ে যাওয়া মাটির পথ!
একটা
দিন, অন্ততঃ একটা দিন! আমার কথায় রাজী হবে?
সঙ্গে
যাবে? অন্ততঃ একটা দিন!
R1 [10.10.2020, Bhilai ]
প্রকাশিত - দোয়েল – শারদীয়া ২০২০
Comments
Post a Comment