হিসেবের খাতা

 

হিসেবের খাতা

সমরেন্দ্র বিশ্বাস

#

যাত্রাপথের ব্যস্ততাতেও নিয়মিত লেজার লিখতাম

লিখতাম ডেবিট ও ক্রেডিট

আজ যখন ফাইন্যাল হিসেব করবো

তখন দেখছি

একটা লেজারও খুঁজে পাচ্ছি না

তোমাদের কোন ঋণই নেই আমার কাছে

বরং আমার এই পোষাক, এই শরীর, পায়ের নীচের একটু মাটি

রেখে যাচ্ছি তোমাদের কাছে,

শুভেচ্ছা রইলো,

এসব ফেরৎ নিতে

আমি আর কখনোই এখানে আসবো না!

 

[ 21.07.2020 ]

 

Published in

বম্বেDuck , e-issue . Sharadiya - 2020

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা