অন্ধ কামরা, লকডাউনের চিঠি
অন্ধ কামরা, লকডাউনের
চিঠি
সমরেন্দ্র
বিশ্বাস
#
এরোপ্লেনের
জানালাটা খোল হে,
ল্যান্ডস্কেপ
দেশটার জন্যে কিছু করি।
উড়ে যাচ্ছে
আকাশের অন্ধ কামরাগুলো
মেঘ থেকে উড়ে
আসছে ছেঁড়া চপ্পল;
হোমোস্যাপিয়েন
জনতা – সামলে চলো!
যারা রোজগারে
বেরিয়েছিলো
তারা এখন
রেলিং-ভাঙা সেতুর নীচে।
মাটির উপর
দিয়ে উড়ে যাচ্ছে
উড়ন্ত
আকাশযানের জানালা,
অন্ধ কাঁচ!
মহাকাশযানের
নিহত কক্ষটা আজকাল
প্রশাসনিক
সিদ্ধান্ত তৈরীর কারখানা!
আকাশ থেকে
নেমে আসছে চিঠি!
নীলডাউন করে
বসিয়ে রাখা লকডাউন,
বুঝলে হে, আজ
থেকে তোমার টানা সাতদিন কানমলা।
ছেঁড়া
চপ্পলেরা নেমে আসছে আকাশ থেকে-
কোন
প্রশাসনিক ভরসাই ধুয়ে দিতে পারছে না
ভাইরাসের
জীবনকাল!
তবুও মাঝে
মাঝেই সুদর্শন ভেসে আসছে আওয়াজ -
এরোপ্লেনের
জানালাটা খোল হে,
ল্যান্ডস্কেপ
দেশটার জন্যে কিছু করি।
বম্বেDuck , e-issue . Sharadiya - 2020
Comments
Post a Comment