ভোকাট্টা, অসতী
ভোকাট্টা, অসতী
সমরেন্দ্র বিশ্বাস
সবাই
হা করে দেখছে ঘুড়ি।
গোলাপী
রঙের মেয়ে-ঘুড়িটা কি অসতী?
নীল
আকাশে উদ্দাম উড়ছে গোলাপী
সে
তাক করছে অন্যসব ঘুড়িদের
গোত্তা
দিচ্ছে,
ছিঁড়ে ফেলছে মুখ ঠোঁট প্যান্ট,
গোলাপীটা
অসভ্যের মতো
একে
একে কেটে দিচ্ছে অন্যদের সুতো,
তাদের
ঘর সংসার,
পৃথিবী।
লাটাই
হাতে কেউ তার গোলাপীকে দিয়ে ভোকাট্টা করাচ্ছে
নীল, সাদা,
মেরুণ উড়ন্ত সব সততা ও পুরুষপ্রধান ঘুড়িগুলোকে!
দুনিয়ার
সবাই গোলাপীকে তেড়ছা দেখছে,
কমেণ্ট করছে।
গোলাপী
ঘুড়িটা উপর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে জানান দিচ্ছে –
‘ও আমাদের জেগে ঘুমোনোর হলুদ পোষ্টার!
আমি
তো একটু উড়তেই চেয়েছিলাম
-
এই
শহরের ওই যে দুষ্ট ছেলেটা,
সুতোর
মাঞ্জাতে তো তারই আঠা আর কাঁচগুড়ো,
তাছাড়া
লাটাইটাও এখন তারই হাতে ঘুরছে!’
© biswas.samarendra
Published as " ভোকাট্টা, অসতী"/ মিছিলের মুখ –ই ম্যাগাজিন , আগরতলা – 21.11.2020
Comments
Post a Comment