আমাদের সম্পর্কগুলো
আমাদের সম্পর্কগুলো
সমরেন্দ্র
বিশ্বাস
১
সম্পর্ক মানে অলৌকিক পাখি !
#
সম্পর্ক
মানে ইচ্ছে পাখি
সম্পর্কের
আছে অলৌকিক ডানা।
তাই
পরিচিতি পৃথিবীতে হাত বাড়ালেই
কখনো
কখনো আকাশ থেকে নেমে আসে সম্পর্কের ইচ্ছে-পাখিগুলো
উপহার
দিয়ে যায় একরাশ গোলাপের পাপড়ি
কিছু
গল্প কথা, কচিৎ কখনো খসে পড়া দু-একটা পালক !
এমনি
ভাবেই আকাশে পাক খেতে খেতে
কেটে
যায় সম্পর্কের সময়গুলো, আমাদের দিনযাপন !
২
বিচ্ছিন্ন সম্পর্কগুলো
#
আগে
দেখতাম আমাদের পাড়ায় ঝাঁক ঝাঁক সম্পর্ক
একসঙ্গে
আকাশে উড়ছে !
অথচ
আজকাল মাত্র দুচারটে পাখি
তাও
আবার একলা একলা মানুষগুলো, একলা তাদের আকাশ!
তাহলে সম্পর্ক কি এখন দলছুট পাখি ?
মাথার
উপর সমাজটাতে ধরেছে ফাটল
হানাহানির
বিদ্যুত মেঘে আকাশটা সন্দেহপ্রবন ।
অপেক্ষায়
আছি আবার কবে সুসম্পর্কের পাখিগুলো
ডানায়
নিয়ে আসবে জলজ সংবাদ,
ঠোঁটে
তাদের যৌথ-গৃহস্থালি আর সোনালী ক্ষেতের স্বপ্ন
!
পাড়ার
সবাই মিলে আমরা কবে আবার বসবো নদীতটে,
জলসায়,
একান্ত পিকনিকে?
৩
সম্পর্কের মধ্যে অদৃশ্য কিছু ভয়ঙ্কর ঈগল !
#
সম্পর্কের
মধ্যে কিছু কি অদৃশ্য-ভয়ঙ্কর লুকানো থাকে
?
সেটা
বুঝতেই কেটে গেল আমাদের সারাটা জীবন
এসব
কথা ভাবতে ভাবতে সামনে এসে দাঁড়ালো
ঝাঁকে
ঝাঁকে কিচিড়-মিচিড় চড়াই আর কিছু ভয়ঙ্কর ঈগল,
কিছু
পুঁজিপতি আর সর্বহারার প্রতিনিধি যে যার ঝান্ডা হাতে !
সম্পর্কের
মধ্যে অদৃশ্য কিছু কি লুকানো আছে, খুঁজতে গিয়েই দেখি
হাতে
অস্ত্র কিংবা কামান, মুখে ধর্ম কিংবা জাতি, বৈভব কিংবা শূণ্যতা -
কিছু
সম্পর্ক এখনো যুদ্ধক্ষেত্রে একে অন্যের বিরুদ্ধে লড়ছে !
=== ===
===
প্রকাশিত – মনন / Sept-
2019
© biswas.samarendra@hotmail.com
Comments
Post a Comment