ভুখা কাহিনী
ভুখা কাহিনী
সমরেন্দ্র বিশ্বাস
কতদিন ভুখা রয়ে গেলে
মেঘে মেঘে আকাশেতে ঠোকাঠুকি হবে?
কতদিন ভুখা থেকে গেলে
ধান গাছে সবুজ শীষেরা মরে যাবে?
কতদিন ভুখা থেকে গেলে
মানুষের পেট থেকে যন্ত্রণার নাড়ি-ভুঁড়ি খসে যাবে পথে?
বহুদিন ভুখা থেকে থেকে
ক্ষুধাতুর কেউ কেউ মাংসাশী পশুর মতো চেটে পুটে খাবে
পথে পড়ে থাকা আমাদের নাড়ি-ভুঁড়ি!
এতো কিছু জেনে কি না জেনে
আগে বাড়ে আমাদের লোভী হাত, ভোদকার শিশি ডাকে কাজু বাদামেরে,
এতো কিছু জেনে কি না জেনে
মা আমার অরন্ধনে তুলে আনে ছত্রাকের বিষ অভিশাপ।
এতো কিছু জেনে কি না জেনে
ব্যাঙ্ক রিজার্ভের শস্য– শ্যামলিম নোট ওড়ে ঊর্বরিত দেশে
উড়ে উড়ে বসে গিয়ে সম্ভ্রান্ত বাথানে!
বহুদিন ভুখা থেকে থেকে মানুষেরা
আহ্নিক গতির সাথে চেটে পুটে খায়
ম্যালথাস, মার্কস, অর্থনীতিবিদদের যত পান্ডুলিপি।
নেতাদের থুকে-যাওয়া উচ্ছিষ্ট ভাষণে গোবরের জল ঢেলে
মানুষেরা সসম্মানে আজো খোঁজে ক্লান্তি মাখা লজ্জাবতী ভাত।
Comments
Post a Comment