চাবি আছে অনন্ত গুহায়

 

চাবি আছে অনন্ত গুহায়

সমরেন্দ্র বিশ্বাস

#

চাবি ছিল,

চাবি আছে আজও

অনন্ত গুহায়।

#

নিত্যদিন ক্লান্ত যাতায়াত

কিছু স্বপ্ন – কিছু চাঁদ ঘুম,

এসব ছাড়িয়েও

অনন্ত গুহায় আছে অলৌকিক ঘর,

প্রত্ন পাথরের ভাষা কিছু কষ্টকর

#

অজানা গুহার কপাটে কত দিন

নাড়ি নি কড়া,

মিথ্যা কিছু নিয়ন আলোয়

স্বেচ্ছাচারী ছিল যত সুখের আখাড়া

#

ইচ্ছাতে ধরেছে জঙ? গুহাদ্বার জনহীন?        

চাবি সে কি কোন রূপকথা, জানে কোন আলাদীন?

মশাল জ্বালিয়ে কেউ কি খুঁজেছো অরণ্য প্রান্তর ,

অন্তরীন গুহা সীমাহীন?

#

তির্যক চাঁদের আলো বন্ধু হয়ে ডেকেছে কি ইশারায়?

বলেনি কি – “পাহাড়ের খাঁজে যাও ,

চাবি রাখা দুর্গম গুহায় - তারে খুঁজে নাও।

শুধু দেখে নিও আমাদের উষ্ণতায় কতোটা আগুন।”

#

সমস্ত জীবন জুড়ে রক্ত আর ঘাম ঝরে ঝরে যায়,

অবিরাম সন্ধানের মেধাময় আবিল মায়ায়।

চাবি ছিল,

চাবি আছে আজও অলৌকিক অনন্ত গুহায়।        

                                                                    # #   *   # #

[ আত্মজা – ২০১৫ / কাব্যগ্রন্থঅনন্ত জলশব্দে আমি ]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা