উত্তল ঢেউ, স্তব্ধ অবতল
উত্তল
ঢেউ, স্তব্ধ অবতল
সমরেন্দ্র
বিশ্বাস
# #
#
দুচোখের
নদী ছিন্নমস্তা বয়ে যায় ।
শাড়ির আঁচল ছোঁয় তট, অন্ধ হাওয়া, জন্মধূলো,
জলের ছায়ায় ভাসে নিষিদ্ধ আঘ্রাণ ।
উত্তল
ঢেউ , স্তব্ধ অবতলে শরীরী নিঃশ্বাস !
# # #
©
biswas.samarendra@gmail.com
যুগসাগ্নিক , শীতসংখ্যা- 2019 / Published
Comments
Post a Comment