Posts

Showing posts from March, 2021

পাটকল ও গিয়াসউদ্দিনের সেতার

Image
  পাটকল ও গিয়াসউদ্দিনের সেতার সমরেন্দ্র বিশ্বাস # গিয়াসউদ্দিনের সেতারে মিহি মিহি কেঁপে ওঠে তুঘলক দিন অচেনা নদীর ধার ঘেঁষে ভেসে আসে জায়নামাজের হাওয়া নিজের সাম্রাজ্যে সম্রাট গিয়াসউদ্দিন বাজায় সেতার। কোমরে তলোয়ার, লাগামহীন রাস্তায় একটানা টগবগ শব্দ- ঘোড়ায় চড়ে পাড়ি দেয় গিয়াসউদ্দিনের মুকুট পরা স্বপ্ন। রাজপ্রাসাদে ষড়যন্ত্রের হিস হিস শব্দ? # না না ষড়যন্ত্র নয়। বস্তীর উঠোনে কেউ কিছু কথা বলছে কোন বিপ্লবের সেবাদাস দেয়ালে দেয়ালে পোস্টার লিখছে মগরাহাটের মাদ্রাসায় বেজে উঠেছে ঘন্টা। অভাবী দিনেরা চোরাবাজার থেকে চুরি করে আনছে চাল, কাতরাচ্ছে ক্ষিধে, মাঝেরহাট প্রিন্টিং মেশিনে থপাথপ থপাথপ ছাপা হচ্ছে আত্মগোপনকারী কবিতা! এরই মধ্য দিয়ে সটান হেঁটে যাচ্ছে আমাদের গিয়াসউদ্দিন। # ভারতবর্ষের ইসলামিক হিস্ট্রিতে এই গিয়াসউদ্দিনকে খুঁজছেন? একটু শুনুন, এই লোকটা ১৩২০ সালে দিল্লী আক্রমণ করে নি! এই মানুষটার নামে জহরত-মোড়া কোন ডকুমেন্টে নেই, কারণ বিষয়টা ততটা ঐতিহাসিক নয়। কিছুদিন আগেও নরক বস্তীগুলোর মধ্যে সেতার বাজাতে বাজাতে এই লোকটা সাম্রাজ্য নয়, সামান্য কিছু অধিকার দখলের স্বপ্ন দেখেছিলো! তখন ইস্তাহার বানানোর দিন, স্ব...

শঙ্খমালা

  শঙ্খমালা সমরেন্দ্র বিশ্বাস # শঙ্খমালার গান বাতাসের বেশ ধরে আসে! সে সব গানের সুর ডিঙ্গা নিয়ে ভেসে যায় দূরে বহু দূরে। নিজের অজন্তেই বাতাসের সাথে সাথে উড়ি, নদীর কিনারে হাঁটি । মোবাইলের রিংটোনে আচমকাই পিছে ফিরে দেখি আজ আর শঙ্খমালা নেই – ছেঁড়াখোড়া বালিয়ারি, বিস্তীর্ণ উঠানে নিড়ানো খড়ের আঁটি, ভাঙ্গা ঘড়ি। নদীর কিনারে একা একা শুয়ে থাকে আজ শঙ্খমালাদের গান   - বালুকা বেলার বাতাসে বাতাসে ওড়ে ছেঁড়ামালা, মেঘময় ঝিনুকের স্মৃতি! [ দূরের খেয়া – শারদীয়া 2020 ]  

আরোগ্যশালা : জীবানু ও ক্ষিধে

  আরোগ্যশালা : জীবানু ও ক্ষিধে # সমরেন্দ্র বিশ্বাস # আরোগ্য কেনার জন্যে যাবো ? কার কাছে ? যেখানে জামার পকেটে মায়াবী স্টেথোস্কোপ , আর আছে যাবৎ যুগের অনন্ত অসুখ ! এসময়ের জীবানুরা হাড়ে হাড়ে টাকাগুলো চেনে ! ব্যাঙ্ক ব্যালেন্স নেই ? এসো , ভীতার্ত ফুসফুস আর হাড়গুলো নিরুপায় ছুড়ে দিই ক্ষুধার্ত ভাইরাসের মুখে ! আরোগ্যশালার এন্ট্রিতেও আছে ছোট্ট ছোট্ট কম্পিউটর কাউন্টার – সেগুলোরও আজকাল বড়ো ক্ষিধে !   Published in দেয়াঙ / Chittagong / Bangladesh, January-2021 issue