আরোগ্যশালা : জীবানু ও ক্ষিধে
আরোগ্যশালা : জীবানু
ও ক্ষিধে
#
সমরেন্দ্র
বিশ্বাস
#
আরোগ্য
কেনার জন্যে যাবো?
কার
কাছে?
যেখানে
জামার পকেটে মায়াবী স্টেথোস্কোপ,
আর
আছে যাবৎ যুগের অনন্ত অসুখ!
এসময়ের
জীবানুরা হাড়ে হাড়ে টাকাগুলো চেনে!
ব্যাঙ্ক
ব্যালেন্স নেই?
এসো, ভীতার্ত
ফুসফুস আর হাড়গুলো
নিরুপায়
ছুড়ে দিই ক্ষুধার্ত ভাইরাসের মুখে!
আরোগ্যশালার
এন্ট্রিতেও আছে
ছোট্ট
ছোট্ট কম্পিউটর কাউন্টার
–
সেগুলোরও
আজকাল বড়ো ক্ষিধে!
Published in দেয়াঙ / Chittagong / Bangladesh, January-2021 issue
Comments
Post a Comment