শঙ্খমালা

 

শঙ্খমালা

সমরেন্দ্র বিশ্বাস

#

শঙ্খমালার গান বাতাসের বেশ ধরে আসে!

সে সব গানের সুর ডিঙ্গা নিয়ে ভেসে যায় দূরে বহু দূরে।

নিজের অজন্তেই বাতাসের সাথে সাথে উড়ি,

নদীর কিনারে হাঁটি

মোবাইলের রিংটোনে আচমকাই

পিছে ফিরে দেখি আজ আর শঙ্খমালা নেই –

ছেঁড়াখোড়া বালিয়ারি, বিস্তীর্ণ উঠানে

নিড়ানো খড়ের আঁটি, ভাঙ্গা ঘড়ি।

নদীর কিনারে একা একা শুয়ে থাকে আজ

শঙ্খমালাদের গান  -

বালুকা বেলার বাতাসে বাতাসে ওড়ে

ছেঁড়ামালা, মেঘময় ঝিনুকের স্মৃতি!

[ দূরের খেয়াশারদীয়া 2020 ]

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা