একটা দেশাত্মবোধক দিন

 

একটা দেশাত্মবোধক দিন

সমরেন্দ্র বিশ্বাস

 সংকেত টাওয়ারের ধাতব শরীর বেয়ে দেশের মাটিতে নেমে আসে বিদেশী তক্ষকদূষিত মগজের বাদামী ধোঁয়ায় টাল খেতে থাকে দেশাত্মসংগীতপ্যারেড গ্রাউন্ডের মার্চপাস্ট, কেল্লার সামনে আকাশী স্যালুট আর ভাঙ্গা বাদামের উপেক্ষিত খোসা পরে থাকে ডেঙ্গু বিধ্বস্ত নর্দমার কালো জলে। পশ্চিমা হাওয়ায় উপহার আসে ব্যবসায়ী পাথর আর প্রটোকলের গ্রহরত্ন। আরোপিত বন্দুকবাজীতে ভেঙ্গে যায় সৌখিন জটলা, বেঁকে যায় ডান্ডার কপিকলে লাগানো ধ্বজার বিষন্নতা। অশৌচ জলের দেশে গাছের শুখা ডালে ঝুলে থাকে কিষাণের ছায়া। বন্ধ কারখানার সামনে মজদুরের সাইকেলকে বাজী রেখে বোমার শব্দে আত্মঘাতী হয় একটা তেরঙ্গা বিকেলসূর্যাস্তের সঙ্গে সঙ্গে আকাশ থেকে নেমে আসে উড়ন্ত অশোকচক্র। ক্ষুধার্ত দেশের আলোময় হলঘরে সারি সারি শ্বেতপাথরের ডাইনিং টেবিল, অন্যদিকে সময়ের গর্ভে জন্ম নেয় সন্ত্রাস, সারি সারি কবরের গর্ত থেকে মূহর্মূহু উঠে আসে মৃত্যু সংকেত। কারণ উদযাপিত স্বাধীনতা!

###

15th August 2018

Published - যুগসাগ্নিক , শারদীয়া সংখ্যা- 2018

 

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!