চক্ষু কিংবা দৃষ্টি বিষয়ক

 

চক্ষু কিংবা দৃষ্টি বিষয়ক

সমরেন্দ্র বিশ্বাস

এ জন্মের পর্যটনে

পকেটে রেখেছি আমি বহুবিধ চোখ

যেন বহুদূর দেখা যায়

আমার চক্ষুর নীলাভ ছায়ায়

তোমাদের মধুর মিলন-

আজ মধুমাস!

টলোমলো করছিল চক্ষু

তাকে স্পর্শ করতেই

বৃষ্টি নামলো!

এই দুটো চক্ষু দিয়ে কি কি দেখলে?

তেমন কিছু নয়?

নাকি তুমি বড় আত্ম-অভিমানী!

মৃত্যুর পশ্চাতে

এই দুটো দৃষ্টি আলমারিতে সাজাব,

তোমরা দেখতে এলেই আমি খুব খুশী

 

[ পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা / 2005]

 

{ লেখক সমাবেশ / কলিকাতা জানুয়ারী – 1996  }

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!