অন্তর্গত শব্দে শব্দে শব্দে

 

অন্তর্গত শব্দে শব্দে শব্দে

#

রক্তের মধ্যে শেকল আছে কি? জানি না।

তবু ভেতরে ভেতরে

ঝনাৎ ঝনাৎ শব্দে

ভাঙচুরের মহড়া শুনি।

#

শরীরটা ছুঁয়ে আছে

আরোপিত শেকলের পাপে,

পটভূমি জুড়ে যত দৃশ্যমালা স্থির –

তবুও –

#

রক্তের মধ্যে শেকল আছে কি? জানি না।

তবু ভেতরে ভেতরে

ঝনাৎ ঝনাৎ শব্দে

অবিরাম শুনতে পাই

কি যেন ভাঙছে, কি যেন গড়ছে।

 

#

সমরেন্দ্র বিশ্বাস

[ কাব্যগ্রন্থ – তবু স্পন্দমান পথ ]

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!