তোমাকে , সমুদ্র নিহিত ছায়ায়

 

তোমাকে , সমুদ্র নিহিত ছায়ায়

সমরেন্দ্র বিশ্বাস

 

( ১ )

 

সমুদ্র গর্জন নয় , তোলপাড় ফেনা নয়

আমি শুধু স্তব্ধতায় ধরেছি তোমায় ;

দূরে , বহু দূরে ডিঙ্গাগুলি স্মৃতি নিয়ে ভেসে যায় ।

জানি না কখনো কোনো ভালোবাসা ক্লান্ত হলে পরে

অবেলায় সমুদ্রের ধারে ফিরে আসে কি আসে না ?

( ২ )

 

যদি আসো , এসো তবে , সন্ধ্যা সাতটায় ,

বিকল ঘড়ির নীচে , ভাঙ্গা বাতিঘরে , সমুদ্রের ধারে ;

হৃদয় নাবিক হয়ে তোমার সংকেতে

সমুদ্রের ধারে ধারে ঘুরেছি অনেক !

 

( ৩ )

 

স্তব্ধ বাতিঘরে তুমি এলে , চোখ রাখো চোখে , ঢেউয়ে রাখো ঢেউ ।

সমুদ্র নিহিত ছায়ায় নৌকা ভাসে , এই তো সময় –

এ জন্মের অহংকারে এসো যাই ভেসে

সমুদ্রের মতো শান্ত সমাহিত দিক-চিহ্নহীন !

 

 

 

[ অনন্ত জলশব্দে আমি ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা