Posts

Showing posts from October, 2021

মেয়েটার নাম

  মেয়েটার নাম সমরেন্দ্র বিশ্বাস   শবঘর, মর্চুরির সামনে। সকাল দশটা। রোদ্দুরটা বড়ো ম্লান । একে একে লোকজন জড়ো হচ্ছে। একটু পরে মেয়েটার মৃতদেহ শ্মশানে যাবে । আইসিইউতে ভর্তি ছিলো। বেশ কিছুদিন ধরে। কখনো নাড়ি পাওয়া যাচ্ছিল, কখনো সেটা খুব ধীরে, না-এর মতোই। গতকাল সন্ধ্যা ছটা নাগাদ ঘোষণা করা হলো সে মৃত! হাসপাতালে ওর মুখ আর শরীর কাপড়ে ঢাকা । একটা ধাতব ট্রে উপর বডিটা, ট্রলির ওপর শোয়ানো। কিছুটা গেলেই লাশঘর। সেই রাত্তিরটুকু রেখে দেয়া হলো লাশঘরে। পরদিনলোকজন জড়ো হয়েছে। স্বর্গরথ গাড়ি এসে গেছে। লাশঘর থেকে বের করে নিয়ে আসা হলো মেয়েটাকে। দুজন শবযাত্রী পরখ করে নিচ্ছিলো, এটা তাদেরই লাশ কিনা। মুখের কাপড় তুলতেই মেয়েটা যেন চোখ মেলে ক্ষীণ চাইলো, আবার চোখ বন্ধ হয়ে গেলো। দুজনেই বিস্মিত! জমা হওয়া লোকজনদের মধ্যে ফিসফাস, বিস্ময় । কাপড়ে ঢাকা একটা শরীর। একজন নাকের কাছে হাত নিয়ে দেখলো, মনে হচ্ছে শ্বাস নিচ্ছে। তার মানে সত্যিই কি বেঁচে আছে? লোকজনের গুঞ্জন। বিপন্ন বিস্ময়! একটা জ্যান্ত মানুষ লাশঘরে তেরো ঘন্টা কাটিয়েছে, এটাই বা কি করে সম্ভব! শববাহী গাড়িটাকে শ্মশানের বদলে ঘুরিয়ে দেয়া হলো হাসপাতাল...

গোরস্থান

  গোরস্থান সমরেন্দ্র বিশ্বাস # # বার বার ঘুম ভেঙ্গে যায় যে লোকেরা কবরের মাটিতে ঘুমায় তারা সব আমাদের মতো কেউ কেউ। নিস্তব্ধ নিশুতি রাতে মৃত মানুষেরা জেগে ওঠে , হ্যারিকেন লন্ঠন নিয়ে মানুষের মিছিলে আরো কতো শব সারি বেঁধে আসে ; কত দিন সকলের ঘুম নেই। এইসব মৃত মানুষেরা প্রতিরোধ খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছিল , এইসব মৃত মানুষেরা পরিমিত অক্সিজেন খুঁজে খুঁজে ব্যর্থ হয়েছিল ; তাই তারা এইখানে এসেছিল সারি বেঁধে শুতে । এত কিছু দেখে দেখে অ্যাসেম্বলির নির্লজ্জ ঘন্টা পোস্টাফিসের উদাসী ঘড়ি আজও গাড়লের মতো ঝোলে। মানুষের শিরায় শিরায় তিখা স্রোত। ## [ কাব্যগ্রন্থ – অনন্ত জলশব্দে আমি   ]

এই সময়

  এই সময় সমরেন্দ্র বিশ্বাস     সৈনিক লোকটা শহীদ ছিল, পদকপ্রাপ্ত লোকটা মূর্খ ছিল। সে অকারণেই ছিঁড়ছিল বেড়া , ভাঙ্গছিল আগুন আর তুষার ঝড় , তাকে জানতেই দেয়া হয় নি , এ যাবৎ সমস্ত ভাতৃঘাতী যুদ্ধই কারণহীন !     অনুদান অদৃশ্য মৃত্যুর অকস্মাৎ হাত নেমে এলে বিধবা বউএর বিষন্ন কুটিরে বিউগিল কুঁচকাওয়াজে হেঁটে আসে দৃশ্যময় অনুদান খাম।     আবাদ যে লোকটা চেঁচিয়ে প্রতিবাদ করেছিল তার জিহ্বা কেটে কবর দেয়া হলো মাটিতে। কিছুদিন বাদেই আর্দ্র ঊর্বর সেই জমিতেই গজিয়ে উঠলো ডালপালা মেলা ভাতৃঘাতী আর্তনাদ !   প্রকাশিত – কবিতা সীমান্ত [ মে - অক্টোবর - 2019 সংখ্যা ]