গোরস্থান

 

গোরস্থান

সমরেন্দ্র বিশ্বাস

# #

বার বার ঘুম ভেঙ্গে যায়

যে লোকেরা কবরের মাটিতে ঘুমায়

তারা সব আমাদের মতো কেউ কেউ।

নিস্তব্ধ নিশুতি রাতে মৃত মানুষেরা জেগে ওঠে,

হ্যারিকেন লন্ঠন নিয়ে মানুষের মিছিলে

আরো কতো শব সারি বেঁধে আসে;

কত দিন সকলের ঘুম নেই।

এইসব মৃত মানুষেরা প্রতিরোধ খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছিল,

এইসব মৃত মানুষেরা পরিমিত অক্সিজেন খুঁজে খুঁজে ব্যর্থ হয়েছিল;

তাই তারা এইখানে এসেছিল সারি বেঁধে শুতে

এত কিছু দেখে দেখে

অ্যাসেম্বলির নির্লজ্জ ঘন্টা

পোস্টাফিসের উদাসী ঘড়ি আজও গাড়লের মতো ঝোলে।

মানুষের শিরায় শিরায় তিখা স্রোত।

##

[ কাব্যগ্রন্থ অনন্ত জলশব্দে আমি  ]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা