এই সময়

 

এই সময়

সমরেন্দ্র বিশ্বাস

 

 

সৈনিক

লোকটা শহীদ ছিল, পদকপ্রাপ্ত লোকটা মূর্খ ছিল।

সে অকারণেই ছিঁড়ছিল বেড়া, ভাঙ্গছিল আগুন আর তুষার ঝড়,

তাকে জানতেই দেয়া হয় নি, এ যাবৎ সমস্ত ভাতৃঘাতী যুদ্ধই কারণহীন!

 

 

অনুদান

অদৃশ্য মৃত্যুর অকস্মাৎ হাত নেমে এলে

বিধবা বউএর বিষন্ন কুটিরে

বিউগিল কুঁচকাওয়াজে হেঁটে আসে দৃশ্যময় অনুদান খাম।

 

 

আবাদ

যে লোকটা চেঁচিয়ে প্রতিবাদ করেছিল

তার জিহ্বা কেটে কবর দেয়া হলো মাটিতে।

কিছুদিন বাদেই আর্দ্র ঊর্বর সেই জমিতেই গজিয়ে উঠলো

ডালপালা মেলা ভাতৃঘাতী আর্তনাদ!

 

প্রকাশিতকবিতা সীমান্ত [ মে-অক্টোবর- 2019 সংখ্যা ]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা