শিল্পী

 

শিল্পী

সমরেন্দ্র বিশ্বাস


জন্মের এ কি অনন্ত প্রবণতা

গোঁজা আছে আজো মানুষের বুকে!

#

পায়ের নীচে এতটুকু মাটি নেই

জেনেও

পরম স্পর্ধায়

সে

#

মাটি আর মানুষেরই ছবি আঁকে

 


[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা